ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
৬২২

পূজার দিন ভোট:  ইসির পদত্যাগ দাবিতে ঢাবি উত্তাল 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫৯ ১৫ জানুয়ারি ২০২০  

 হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজার দিনই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ হওয়ায় নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ থেকে এ দাবি জানান বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল বিশ্বাস।


 
তিনি বলেন, আমরা মঙ্গলবার বিকেলে নির্বাচন পেছানোর দাবিতে নির্বাচন কমিশনকে এদিন দুপুর ১২ পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু এর মধ্যে আমাদের দাবি মানা হয়নি। তাই আজকে আমরা নির্বাচন পেছানোর দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করবো।

আগের দিন মঙ্গলবার বিকেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সিটি নির্বাচনের ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধের পর ক্ষুদ্ধ শিক্ষার্থীরা এদিন দুপুর ১২টার মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পেছানো না হলে নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়েন।